Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছর সমূহের(৩বছর) প্রধান অর্জনসমূহঃ

সমবায়ের উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষৎ চালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে উপজেলা সমবায় কাযালয়,কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম এর বিগত তিন বৎসরে উল্লেখ যোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগনের উদ্ভাবনী প্রয়াসের ফলে  সমবায়কে আরো গণ মানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুনগত মান উন্নয়নে সারাদেশে উৎপাদনমুখী ও সেবা ধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন,সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করণে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।  বিগত ৩ অর্থ বছরে মোট ২৫টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ৪৮০ জন নতুন সমবায়ীকে সদস্যভূক্ত করা হয়েছে। ১২৩টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ২৫০ জন সমবায়ীকে ভ্রাম্যমান প্রশিক্ষণের মাধ্যমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হযেছে।  চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ২৫০ জনের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রুপকল্প২০৪১ এসডিজি অর্জন এবং সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল প্রকল্পগুলোর মাধ্যমে বিগত তিন বছরে অনেক গ্রামীন মহিলা ও বেকার যুবককে স্বাবলম্বী করা সম্ভব হয়েছে।

সমস্যা ও চ্যালেঞ্জ সমূহঃ

উন্নয়নমুখী ও টেকসই সমবায় গঠনের মাধ্যমে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আত্মসামাজিক উন্নয়নে কুড়িগ্রাম সদর উপজেলা সমবায় কার্যাল়য়ের চ্যালেঞ্জ বহুবিধঃ এ উপজেলায় নিবন্ধিত সমবায় এর সংখ্যা ১১৮টি। নানা শ্রেণী ও পেশার সন্মিলনে তৈরি হওয়া বৈচিত্রময় কাযক্র্মে পূর্ণ এ বিপুল সমবায়কে নিয়মিত অডিট করা নিবিরভাবে মনিটরিং করা এবং সদস্যদেরকে  দক্ষ ও আন্তরিক সমবায়ী হিসাবে গড়ে তোলা অন্যতম বড় চ্যালেঞ্জ। সমবায়ীগনের চাহিদা পুরনে প্রশিক্ষণও প্রযুক্তি সহায়তা প্রদান সময়ের অন্যতম দাবী। ‍কিছু প্রয়োজনীয় জনবল,প্রয়ো্জনীয় যানবাহন ও পযাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় রুটিন কাজের মাধ্যমে এসমস্যা সমাধান সম্ভব হচ্চে না। তাছাড়া মাঠ পযায়ে চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রকল্প না থাকায় সমবায়কে ব্যাপকভাবে উন্নয়নমুখী কাযক্রমে সম্পৃক্ত করা যাচ্ছে না।